BRAKING NEWS

পুলওয়ামায় জঙ্গি হামলা, পাল্টা জবাব নিরাপত্তা বাহিনীর

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা| হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় জঙ্গিরা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গভীর রাতে পুলওয়ামা জেলার দ্রুবগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী|
উচ্চ পদস্থ এক পুলিশ কর্তার কথায়, গোপন সূত্রে খবর পাওয়া যায় পুলওয়ামা জেলার দ্রুবগাম এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে দ্রুবগাম এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| নিরাপত্তা বাহিনীকে দেখা মাত্রই গুলি চালায় আতঙ্কবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী-ও| গুলি বিনিময় চলাকালীন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় আতঙ্কবাদীরা| গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী|

জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য, বারামুল্লা থেকে ধৃত তিন সন্দেহভাজন জঙ্গি
শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): জঙ্গি দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| উপত্যকার যুবকদের আতঙ্কবাদে প্রলুব্ধ করার জন্য সন্দেহভাজন তিন হিজবুল মুজাহিদিন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বারামুল্লা জেলার বেহরামপুরা টিলগাঁও ক্রসিংয়ে নাকা চালাচ্ছিল বারামুল্লা পুলিশ, ২৯ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ জওয়ানরা| সেখান থেকেই তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী|
ধৃত সন্দেহভাজনের নাম হল, ওয়াসিম আহমেদ, উমর হাসান রাথে ও আকিফ হুসেন আচবল| ওযাসিমের বাড়ি আনদারগাঁও পাট্টানে| উমর হাসান রাথের ও আকিফ হুসেন আচবল সোপোরের বাসিন্দা| ধৃতদের কাছ থেকে দুটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে| ওই তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ক্রেরি থানায় এফআইআর দায়ের করা হয়েছে| পুলিশের দাবি, এই তিন সন্দেহভাজন হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করত| ভূস্বর্গের যুব সম্প্রদায়কে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়া এবং উত্তর কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জারি রাখতে উত্সাহিত করার জন্যই এদের নিয়োগ করা হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *