BRAKING NEWS

প্রতিবন্ধিদের জন্য তৈরি হচ্ছে রেলের বিশেষ কামড়া ঃ কমলেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ প্রতিবন্ধিদের জন্য বিশেষ রেলের কামড়া তৈরি করা হচ্ছে৷ তাতে রেল সফরে তাঁদের অনেক সুবিধা হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রতিবন্ধি ক্ষমতায়ন বিভাগের চিফ কমিশনার ড কমলেশ কুমার পান্ডে৷ তিনি জানান, রেল সফরে প্রতিবন্ধিদের নানা সমস্যায় পড়তে হয়৷ এমন অভিযোগ মন্ত্রকের কাছে জমা পড়েছে৷ তাই, তাঁদের সুবিধার্থে বিশেষ রেলের কামড়া তৈরি করা হচ্ছে৷ যেখানে সমস্ত রকম সুবিধা প্রতিবন্ধিদের জন্য থাকবে৷ এমন ৬০০ কামড়া তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
গত মঙ্গলবার তিনি রাজ্যে এসেছেন৷ বুধবার সকাল এগারটায় তিনি সমাজ কল্যাণ দপ্তরের সাথে বৈঠক করেছেন৷ বিকেলে বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে তিনি বৈঠক করেছেন বলে জানিয়েছেন৷ তাছাড়া এনজিও’দের সাথেও তিনি বৈঠক করেছেন৷
তিনি বলেন, ত্রিপুরা ছোট রাজ্য৷ চেষ্টা করলে গোটা দেশে মডেল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করতে পারবে৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধিদের জন্য বিশেষ ভূমিকা নিয়েছে৷ তাঁদের কারোর দয়ায় নয়, তাঁরা স্বাবলম্বি হতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার জন্য তাঁদের শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে৷ তিনি জানান, প্রতিবন্ধিদের প্রয়োজনীয় সামগ্রী তাঁদের মধ্যে বন্টন করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৪৭০০টি ক্যাম্পের আয়োজন করে ৬ লক্ষ প্রতিবন্ধিদের মধ্যে তাঁদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বন্টন করেছে৷ তাতে ৪০০ কোটি টাকা খরচ হয়েছে৷ তাছাড়া ২০১৮ পর্যন্ত ৫ লক্ষ এবং ২০২২ পর্যন্ত ২৫ লক্ষ প্রতিবন্ধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাছাড়া, প্রতিবন্ধিদের মধ্যে মেধাবৃত্তিও প্রদান করা হচ্ছে৷
এদিন তিনি বলেন, রাজ্যে প্রতিবন্ধিদের জন্য কি ধরনের কাজ করা হচ্ছে তার খোজ নেওয়া হয়েছে৷ তাতে দেখা গেছে ২০১১ সেনসাস রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট প্রতিবন্ধির সংখ্যা ৬৬ হাজার৷ কিন্তু, সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ৭৪ হাজার৷ তিনি আরো বলেন, অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও অনেক অভিযোগ রয়েছে৷ বহু অভিযোগ দিল্লিতেও গেছে৷ রাজ্য সরকারকে বলা হয়েছে, সমস্ত অভিযোগ সময়মতো সমাধান করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *