BRAKING NEWS

পৃথক স্থানে তিন ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে৷ ঘটনাগুলিকে ঘিরে জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাব্রুম থানার অধীন কলাছড়া বাজার সংলগ্ণ এলাকায় পরিত্যাক্ত কুয়ো থেকে পাঁচগলা মৃতদেহ উদ্ধার করা হয়ছে৷ সকালে গরু চড়াতে গিয়ে বিমল দেবনাথ নামে এক ব্যক্তি পচা গন্ধ পান৷ তিনি এদিক ওদিক খোঁদে দেখেন পরিত্যাক্ত কুয়োর মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি এলাকার লোকজনকে জানান৷ খবর দেওয়া হয় সাব্রুম থানায়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম নিয়ে৷ পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন হয়েছে মৃতদেহ কুয়োতে পড়ে ছিল৷ শরীরের সত্তর শতাংশ পচে গিয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি খবর লেখা পর্যন্ত৷ এদিকে জনবহুল এলাকায় পরিত্যাক্ত কুয়াতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও খুন করে মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়৷
এদিকে, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রহস্যজনক ভাবে জলের তলে তলিয়ে যায় মাঝ বয়সী এক ব্যক্তি৷ রাতভর খোঁজাখঁুজি করলেও কোন হদিশ পাওয়া যায়নি৷ বৃহস্পতিবার সকালে খোয়াই নদীর জলে ভেসে উঠে ঐ ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম তাপস দাস৷ কমলনগর গ্রামের চিত্ত দাসের বাড়ির বিপদনাশিনী পুজাতো গিয়ে প্রতিমা বিসর্জনের সময় মদের নেশায় জলের স্রোতে ভেসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷ দুর্যোগ মোকাবিলা টিম মৃতদেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
অন্যদিকে, শহরতলীর ভাগলপুর গ্রামে নিজ বাড়ির ঘরে রহস্যজনক মৃত্য হয়েছে গৃহকর্তার৷ মৃতের নাম সুভেন্দু অধিকারী৷ স্থানীয় সূত্রে সংবাদ, বাড়ির একাকিত্বে নিজ ঘরে অসংলগ্ণ অবস্থায় মৃতদেহ দেখতে পান এলাকার কয়েকজন৷ পরিবারের লোকজন সম্পত্তির লোভে খুন করেছে বলে জল্পনা চলছে এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *