BRAKING NEWS

প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট

মুম্বই, ২৯ জুন (হি.স.) : এবার প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট| গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের প্রভাব পড়েছে দেশে নগদ লেনদেনে | বাজারে নগদের জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০ টাকার নোট ছাপার কাজ শুরু করেছে| খুব তাড়াতাড়ি পাওয়া যাবে নতুন ২০০ টাকার নোট| এসবিআই গ্রুপের চিফ ইকনোমিস্ট সৌম্যকান্তি ঘোষ এখবর দিয়ে বলেছেন, দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকার নোট খুবই কার‌্যকরী হবে|
নোট বাতিলের পর থেকেই শোনা যাচ্ছিল, বাজারে আসতে পারে ২০০ টাকার নোট| লেনদেনের সুবিধার জন্য এই প্রস্তাবে সায় দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক| জানা গেছে, কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০ টাকার নোট চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল| গ্রাহকদের মধ্যে নগদের নেলদেনের সুবিধার জন্য সরকারি টাঁকশালে ২০০ টাকার নোট ছাপার কাজ চলছে|খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ২০০ টাকার নোট| ঘোষ জানিয়েছেন, ২০০ টাকার নোট বাজারে এলে মাঝারি নোটের অভাবের সমস্যা মিটবে|
উল্লেখ্য, কালো টাকা মোকাবিলায় ২০১৬-র ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজার থেকে উঠে গেছে প্রায় ১৬৫০ কোটি ৫০০ টাকার নোট| ফলে নোট সার্কুলেশনের ক্ষেত্রে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল | হিসেব করে দেখা গেছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে বাজার থেকে সরে গিয়েছিল প্রায় ১৭.৯ লাখ কোটি টাকা | বর্তমানে যে পরিমাণ টাকা সার্কুলেশনে রয়েছে তা হল ১৪.৬ লাখ কোটি| অর্থাত্ এখনও ১৮.৪ শতাংশের ঘাটতি রয়েছে|
এদিকে, বাতিল টাকার পরিবর্তে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট চালু করা হলে কিন্তু ২০০০ টাকার খুচরো করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়| ২০০ টাকার নোট এই ঘাটতি পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে| এবং নোটের মূল্য কম হওয়ায় সিস্টেমে কারেন্সির সামঞ্জস্য রাখার কাজে সরকারের সুবিধা হবে| সুরক্ষার জন্য ২০০০ টাকার নোটের মতো নতুন ২০০ টাকার নোটেও থাকবে অনেক সিকিউরিটি ফিচার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *