BRAKING NEWS

পুলিশকে ম্যানেজ করে কমলাসাগরে অবৈধ ব্যবসার রমরমা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ জুন৷৷ কমলাসাগরের বিভিন্ন এলাকায় নির্বিচারে বনজ সম্পদ ধবংস করা হচ্ছে৷ অথচ নিত্যদিন প্রশাসনের লোকদের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে শাল, সেগুন সহ বিভিন্ন গাছের লগ৷ এলাকার কিছু শাসক দল সর্মথিত মাফিয়ারা এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত বলে জানা যায়৷ যদিও তারা আবার থানা বাবুদের ম্যানেজে নিয়েই এসব করছে৷ থানায় মাসে মাসে এসে মাফিয়ারা তাদের ব্যবসার লভ্যাংশের কিছু পুলিশ বাবুদের হাতে তুলে দিচ্ছে৷ সেই টাকাগুলি থানার কোষাধ্যক্ষের হাত হয়ে থানার পুলিশ কর্মীদের মধ্যে বন্টন হচ্ছে৷ এই ভাবে চলছে এলাকার গাঁজা ব্যাবসা থেকে শুরু করে গরু পাচার৷ আবার যদি থানা বাবুরা এলাকায় পরিদর্শন করতে আসে তাহলে তাদের জামাই আদরে বরন করা হয়৷ এই সব গঠনাগুলি দেখে এলাকার শিক্ষিত সমাজ ও শুভবুদ্ধি সম্পন লোকেরা ছিঃছিঃ করছে৷ যদিও এই এলাকার জনগণের স্বপ্ণ ছিল অপরাধ ও ভষ্ট্রাচার বন্ধ হওয়ার জন্য মধুপুরে থানার দাবী করেছিল৷ কিন্তু থানা হওয়াতে এলাকায় চুরি, পাচার এই সব বিষয়গুলি আরো বেড়ে গেল৷ এলাকার জনগণ দেখছে আজকের থানা বাবুদের এই  বিষয়গুলি৷ অবিলম্বে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই দাবী তুলেছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *