নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ বন্য হাতির তান্ডবে যুবুথুবু কল্যাণপুরবাসী৷ বুধবার রাতে হাতির পাল গ্রামে প্রবেশ করে বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয়৷ ঘটনা পশ্চিম ঘিলাতলীর কান্তিয়াঠাকুর গ্রামে৷ বন্য হাতির পাল হানা দিয়ে ব্যাপক ক্ষতি করেছে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছুদিন পরপর বন্য হাতি এলাকায় তান্ডব চালাচ্ছে৷ অভিযোগ, বন দপ্তরের কর্মীরা দিবানিদ্রায় আচ্ছন্ন থাকেন৷ নির্বিচারে বন নিধনের ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বন্য হাতির দল৷ পাঁচদিন ধরে হাতির দল গ্রামে তান্ডব করলেও কোন হেলদোল নেই বন্য দপ্তরের কর্মকর্তাদের৷ গ্রামের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর৷ বন্য হাতির দল রাতে হানা দিয়ে ফসল নষ্ট করে চলে যাচ্ছে৷ অভিযোগ, স্থানীয় বন দপ্তরের শাখা অফিসে ফোন করা হলেও কর্ণপাত করেননি কেউ৷ গ্রামবাসী রাতের অন্ধকারে জানমাল নিয়ে সংশয়ে দিন কাটাচ্ছেন৷ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সক্রিয় ভূমিকা দাবী জানিয়েছেন ঘিলাতলী কান্তিয়া ঠাকুর গ্রামের বাসিন্দারা৷