BRAKING NEWS

নিয়মিতকরণের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ ক্যাজুয়েল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ নিয়মিতকরণ করার দাবীতে আন্দোলনমুখর হয়ে মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন বন দপ্তরের ক্যাজুয়েল কর্মীরা৷ বুধবার সকালে ১৫ বছর ধরে অনিয়মিত অবস্থায় কাজ করা কর্মচারীর বিক্ষোভ আন্দোলন গড়ে তুলেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে ডেপুটেশনে মিলিত হয় এক প্রতিনিধি দল৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়ার দুর্ব্যবহার ও বিরোধী দলের তকমা লাগিয়ে তাড়িয়ে দেওয়া নিয়ে ধৈর্য্যের বাঁধ ভাঙতেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা৷ মুখ্যমন্ত্রীর ‘পাশে আছি’র তীব্র ভাষায় নিন্দা জানান ক্যাজুয়েল কর্মীরা৷ অভিযোগ গরীবের ভোটে জয়ী মন্ত্রী, বিধায়করা সুখনিদ্রায় বিভোর৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পাঁচ হাজার টাকা দিয়ে সংসার পরিচালনা করা অসম্ভব৷ গত তিনটি বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরনী পার হয়েছে শাসক দল৷ কেন্দ্র বঞ্চনা করলে রাজ্যজুড়ে নতুন নতুন পাকা বাড়ি নির্মাণ, বিভিন্ন দপ্তরে নিয়োগ কিভাবে হচ্ছে প্রশ্ণ তুলেন আন্দোলনকারী ক্যাজুয়েল কর্মীরা৷ শেষ ভরসা মুখ্যমন্ত্রী৷ প্রায় ৩৭২ জন ক্যাজুয়েল কর্মীদের মধ্যে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার মুখে৷ বনমন্ত্রী দুর্ব্যবহার করে তাড়িয়ে দেবেন, মুখ্যমন্ত্রী ‘পাশে আছি’র আশ্বাস দেবেন, তা আর সহ্য করবেন না ক্যাজুয়েল কর্মীরা বলে কড়া বার্তা দেন৷ সম্প্রতি নিয়মিতকরণে রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে রাজপথে জনবিদ্বেষী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরণ অনশনে বসারও হুমকি দেন আন্দোলকারী বন দপ্তরের ক্যাজুয়েল কর্মচারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *