BRAKING NEWS

মণিপুরে জঙ্গি হামলায় শহীদ হলেন বাঁকুড়ার এক জওয়ান

বাঁকুড়া, ২৭ এপ্রিল (হি.স.) : অশান্ত মণিপুরে জঙ্গী হামলায় প্রাণ হারালেন বাঁকুড়ার বাসিন্দা এক সেনা জওয়ান অরূপ সাইনি। ওই জওয়ান বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। মণিপুরে শুক্রবার রাতে জঙ্গি হামলার শিকার হন ওই জওয়ান। তিনি ভারতীয় সিআরপিএফ বাহিনীর ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের হেড কনস্টেবল ছিলেন। জঙ্গিদের ওই হামলায় অরূপ সাইনি এবং ওই ব্যাটেলিয়ানের আর এক সাব ইন্সপেক্টর এন সরকারও শহীদ হন। জঙ্গিদের ছোড়া শক্তিশালী বোমা এবং গুলিতে গুরুতর জখম হয়েছেন এক ইন্সপেক্টর ও এক কনস্টেবল। ওই ঘটনার জন্য প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে মণিপুরের কুকি জঙ্গি গোষ্ঠীর দিকে।

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে যাতে জঙ্গিরা হামলা করতে না পারে সেজন্য তাদের রুখতে মণিপুরের নারায়ণসিনা এলাকায় সিআরপিএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের একটি অস্থায়ী সেনাছাউনি বসানো হয়। শুক্রবার রাত ১২টা নাগাদ খাওয়া দাওয়ার পর ১২৮ ব্যাটেলিয়ানের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর জওয়ানরা সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাবুতে ঘুময়ে গিয়েছিলেন। তারপরেই ওই ছাউনি থেকে কিছুটা দূরে একটি পাহাড় থেকে জঙ্গিরা শক্তিশালী বোমাবর্ষণ করা শুরু করে। তার সঙ্গেই ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু হয়। সঙ্গে সঙ্গে হেড কনস্টেবল অরূপ সাইনি সহ অন্যান্য জওয়ানরা জঙ্গিদের পাল্টা জবাব দেওয়া শুরু করে। সেই সময় জঙ্গিদের ছোড়া একটি শক্তিশালী বোমায় অরূপ সাইনির একটি পা ঝাঁঝরা হয়ে যায়। গুলি লাগে সাব ইন্সপেক্টর এন সরকারের বুকে। ভোররাত পর্যন্ত ওই গুলি ও বোমার লড়াই চলতে থাকে। শনিবার সকালে গ্রামের ছেলের শহীদ হওয়ার খবর সোনামুখীর পাঁচালে পৌঁছোলে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *