BRAKING NEWS

জঙ্গি সংগঠন এনএলএফটি’র নতুন সভাপতি সুবীর দেববর্মা

আগরতলা, ১৪ মে(হিঃস)৷৷ এক চাঞ্চল্যকর পদক্ষেপের মধ্যে দিয়ে উত্তরপূর্বাঞ্চলের প্রথম সারির বিদ্রোহী নেতা সুবীর দেববর্মাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এন এল এফ টি)’র সভাপতি করা হয়েছে৷ এন এল এফ টি সুবীর দেববর্মার নেতৃত্বে নতুন করে সুসংগঠিত হবার চেষ্টা করছে৷ সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ত্রিপুরার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অপ তুইপ্রার এতদিনের সর্বাধিনায়ক বিশ্ব মোহন দেববর্মা এখন খুবই অসুস্থ৷ তাই জঙ্গি সংগঠনের নেতারা এই বৈঠকে বসে মোহনপুরের বরকাঁঠাল এলাকার বাসিন্দা সুবীর দেববর্মা (৪৫) কে সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে৷ দীর্ঘ ১৯ বছর আগে সে এই সংগঠনে যোগ দিয়েছিলেন৷ ২০১৩ সালের এক জঙ্গি বিরোধী অভিযানের সময় সুবীর ওরফে ইয়ামোরকে গ্রেফতার করে ফেলে সুরক্ষা বাহিনী৷ কিন্তু পরে জামিনে মুক্তি পেয়েই সে আবার জঙ্গি সংগঠনে যোগ দেয় এবং বাংলাদেশে পালিয়ে যায়৷ সুবীরকে সভাপতি নিয়োগ করা নিয়ে এন এল এফটির নেতাদের মধ্যে কোন দ্বিমত নেই৷ কারন বাকি প্রায় সকল নেতাই এখন জরা ব্যাধিতে আক্রান্ত৷ সুবীরের স্ত্রী মিনতি ত্রিপুরা সহ সন্তানরা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে৷ পেশায় মিনতি শিক্ষিকা এবং খাগড়াছড়ির একটি সুকলে নিযুক্ত আছেন৷ ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি অবদান বিবেচনা করে, শয্যাশায়ী বিশ্ব মোহন দেববর্মাকে এনএলএফটি’র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে৷ বিশ্ব মোহন দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতৃত্বে ছিলেন৷ গোয়েন্দা সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এনএলএফটি’র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তন সত্ত্বেও নিষিদ্ধ সংগঠনটি তার কৌশল গত অবস্থান এবং সার্বভৌম ত্রিপুরা গঠনের দীর্ঘ দিনের লক্ষ্য থেকে অনেকটাই সরে এসে নতুন পরিকল্পনা নিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *