BRAKING NEWS

হেমা মালিনীর নামে বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের নির্দল বিধায়কের

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : ‘হেমা মালিনী তো রোজ মদ খান| তিনি কি আত্মহত্যা করেছেন?’ মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যায় শাসক দলের মদ খাওয়ার তত্ত্ব খারিজ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের নির্দল বিধায়কের| শাসক দলের পক্ষ থেকে কৃষকদের আত্মহত্যার জন্য মদকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করার জবাব দিতে গিয়ে হেমার নাম টেনে বিতর্কিত মন্তব্য করে বসলেন অমরাবতী জেলার ওই বিধায়ক বাচ্চু কাদু |
গত এক বছরে মারাঠাওয়াড়ায় ২০০র বেশি কৃষক আত্মহত্যা করেছেন| এই আত্মহত্যার পেছনে অনেকরকম ব্যাখ্যা আছে| কেউ মনে করেন, ফসলের দাম না পেয়ে আত্মহত্যা| কেউ মনে করেন, অত্যধিক মদ্যপানের কারণে আত্মহত্যা| এসব তত্ত্বকে খারিজ করতে গিয়ে নির্দল বিধায়ক বলে ওঠেন, মদ খাওয়াটা কোনও কারণ নয়| ৭৫ ভাগ বিধায়ক মদ খান, সাংবাদিকরা মদ খান, এমনকী হেমা মালিনীও রোজ মদ খান| কই, তাঁরা কি আত্মহত্যা করছেন?
তাঁর এই মন্তব্যের সপক্ষে বাচ্চু বলেন, তিনি হেমা মালিনীর নাম উদাহরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন| তিনি আরও বলেছেন, নান্দেদে একটি অনুষ্ঠানে সুনির্দিষ্ট প্রসঙ্গে ওই কথা বলেছেন| তাঁর ব্যাখ্যা, সরকারি পক্ষের কয়েকজন ঋণ মকুব প্রসঙ্গে মদ্যপানকে কৃষকদের আত্মহত্যা কারণ বলে যে বিবৃতি দিয়েছেন, সেগুলির কথা উল্লেখ করে ওই মন্তব্য করেছিলাম| সরকার কিছুই করতে চায় না| তাহলে কীভাবে মদকে কৃষকদের আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে? অভিনেতারাও কি মদ্যপান করেন না? তাঁরা কি আত্মহত্যা করেছেন? এই প্রসঙ্গেই আমি হেমা মালিনীর কথা উল্লেখ করেছিলাম|
এর আগেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন| এর আগে এক আমলাকে চড় মারার জন্য জেলেও যেতে হয়েছে| তালিকায় নতুন সংযোজন হেমাকে আক্রমণ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *