BRAKING NEWS

উদয় স্কীমে অন্তর্ভুক্ত ত্রিপুরা, বিদ্যুৎ খাতে কমবে লোকসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ উদয় স্কীমে অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরাকে৷ ফলে, এখন থেকে এই স্কীমের অধীন স্বল্প সুদে ঋণ নিতে পারবে রাজ্য৷ মূলতঃ বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে দেনা মেটাতে গিয়ে ঋণ নিতে হয় খোলা বাজার থেকে৷ তাতে চড়া সুদ গুনতে হয়৷ উদয় স্কীমে স্বল্প সুদে ঋণ নিয়ে সেই দেনা মেটাচ্ছে বেশ কয়েকটি রাজ্য৷ ত্রিপুরাও এই স্কীমের মাধ্যমে ঋণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই স্কীমের অন্তর্ভূক্ত করছিল না৷ অবশেষে দাবী মেনে ত্রিপুরাকেও এই স্কীমের অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় শক্তি মন্ত্রক৷
ইতিমধ্যে ২৩টি রাজ্য এই স্কীমের অন্তর্ভূক্ত৷ ত্রিপুরার পাশাপাশি কেরালা এবং অরুণাচল প্রদেশকেও একই সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছে৷ এবার থেকে রাজ্য এই স্কীমে ৮১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে৷ তাতে, পরিবহণ খরচ এবং অন্যান্য খাতে রাজ্য বিদ্যুৎ নিগমের মুনাফা হবে৷ উদয় স্কীমের অন্যান্য সুযোগ সুবিধাও নিতে পারবে৷ তাতে ৯৬ কোটি টাকা মুনাফা হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ এই স্কীম থেকে ঋণ নিয়ে কারিগরি ও বাণিজ্যিক এবং পরিবহণ খাতে লোকসান অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে৷ কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের মতে এই স্কীমের সুযোগ সুবিধা অবলম্বন করে রাজ্যের ৫৫৪ কোটি টাকা অতিরিক্ত মুনাফা হতে পারে৷ এদিকে কেরালাকে এই স্কীমে ৪১৭৮ কোটি টাকা এবং অরুণাচল প্রদেশকে ৩০৯ কোটি টাকা সহায়তা করা হবে৷
উল্লেখ্য, সম্প্রতি দেনা মেটাতে গিয়ে নিগমকে খোলা বাজার থেকে চড়া সুদে ঋণ নিতে হয়েছে৷ দেনা মেটানো নিয়ে রাজ্য এবং নেপকোর সাথে মতবিরোধ দেখা দিয়েছিল৷ অবশেষে রাজ্য বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপে খোলা বাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত ক্রমে নেপকোর দেনা মেটানো শুরু হয়েছে৷ এখন বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে দেনা মেটাতে রাজ্যকে সমস্যায় পড়তে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *