BRAKING NEWS

নাটক ফের জনপ্রিয় হয়ে উঠবে, দাবি বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ নাট্যশিল্প আবার জেগে উঠবে আশাবাদী নাট্যকাররা৷ অতীতে এক সময় নাটকের ভীষণ চাহিদা ছিল৷ কিন্তু নাট্যশিল্প সেই চাহিদা হারিয়ে ফেলেছিল৷ তবে, নতুন করে এখন নাটকের আকর্ষণ বেড়ে চলেছে৷ ফলে, আগামীদিনে নাট্যশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল বলে দাবি করেন নাট্যশিল্পের সাথে যুক্ত সংস্থার অন্যতম কর্ণধার তথা নাট্য বিশেষজ্ঞ সমীরা আয়েঙ্গার৷
রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নাটকের চাহিদা সম্প্রতি বাড়ছে৷ সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশানের প্রভাব তিনি অস্বীকার না করলেও সময় বদলাচেছ বলে দাবি করেন তিনি৷ এবিষয়ে তাঁর যুক্তি, সোশ্যাল মিডিয়া কিংবা টেলিভিশানে বিনোদনের ক্ষেত্রে মানুষ একাকী তা অনুভব করে থাকেন৷ কিন্তু নাটক দেখতে গিয়ে তার অন্য অনুভূতি মানুষ আবারও অনুভব করতে শুরু করেছেন৷ এখন প্রায়ই বিভিন্ন জায়গায় নাটক দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়৷ বেঙ্গালুরু, দিল্লি সহ বেশ কিছু স্থানে নাটকের চাহিদা দিন দিন বেড়ে চলেছে৷ তবে, নাটক আরো জনপ্রিয় করে তোলার জন্য পন্থার পরিবর্তন বিশেষভাবে জরুরি বলে তিনি দাবি করেন৷ তাই, নাট্যশিল্পের খোলনলচে বদলে দেওয়ার লক্ষ্যে স্মার্ট কোর্সটি চালু হয়েছে৷ মূলত নাটকের পরিচালন ক্ষমতায় নিত্যনতুন চিন্তার প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই এই কোর্স চালু করা হয়েছে৷
এদিন তিনি জানান, গত দুই বছর ধরে পূর্বোত্তরে নাট্যশিল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে৷ তাতে দেখা গেছে, স্থানীয়ভাবে বিভিন্ন গ্রুপ নাটকের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করেছে৷ দর্শকদের মধ্যেও নাটক নিয়ে নতুন করে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ এদিকে, এখন কেন্দ্রীয় সরকার নাটক জনপ্রিয় করে তোলার লক্ষ্যে সহায়তা করছে৷ ফলে, প্রাচীন এই বিনোদন শৈলী আবারও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর বক্তব্য, আগামী বছর দুয়েকের মধ্যে ফের নাটক পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হবে৷ তবে, নাটকের লেখকের এখন যথেষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ চাহিদা অনুযায়ী লেখক তৈরি হচ্ছে না৷ কিন্তু, এই অভাবও মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *