নয়াদিল্লি, ২৪ মার্চ৷৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার লোকসভায় জিএসটি বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ আগামী ১ জুলাই থেকেই সারা দেশে জিএসটি চালু করতে চাইছে কেন্দ্র৷ সে মোতবেক ইতিমধ্যে ক্যাবিনেটের মঞ্জুরিও দেওয়া হয়ে গিয়েছে জিএসটি বিলে৷ সূত্রের খবর, বিজেপি সাংসদদের সাথে লোকসভায় জিএসটি বিল পেশ করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র কথা বলে নিয়েছেন৷ তাই ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি আগামী সোমবার জিএসটি বিল অনুমোদনের জন্য সংসদে পেশ করবেন৷ লোকসভা নিয়ে মোদী সরকার মোটেও চিন্তিত নয়৷ তবে, রাজ্যসভায় বিলটি ধাক্কা খায় কিনা সেই চিন্তা রায়েছে কেন্দ্রের৷ তবে, সর্বসম্মতিক্রমে জিএসটি বিল সংসদের উভয় সভায় পাশ হবে বলে আশাবাদী মোদী সরকার৷