BRAKING NEWS

ইসলামাবাদে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.০

ইসলামাবাদ, ২১ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ| কম্পন অনুভূত হয়েছে সন্নিহিত পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.০| পাকিস্তান আবহাওয়া দফতর (পিএমডি)-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় রাজধানী ইসলামাবাদ ও সন্নিহিত পঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল পঞ্জাব প্রদেশের আটোক জেলার হাজরো-র কাছে, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে|
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূকম্পন অনুভূত হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নৌশেরা, হরিপুর এবং স্ববি জেলায়| ভূকম্পনের জেরে এখনও পর‌্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, কম্পনের টের পাওয়া মাত্রই বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন| উল্লেখ্য, গত মাসেই ৫.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *