BRAKING NEWS

আজব ফরমান মার্কিন প্রশাসনের, মার্কিন মুলুকগামী বিমানে নিষিদ্ধ আইপ্যাড, ল্যাপটপ

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): নয়া আজব ফরমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের| মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, মিশর, জর্ডান, কুয়েত, মরোক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহি-এই আটটি দেশ থেকে যে বিমান যাত্রীরা মার্কিন মুলুকে আসবেন তাঁরা ক্যারি-অন লাগেজে অর্থাত্ নিজেদের সঙ্গে ল্যাপটপ, আইপ্যাড, ক্যামেরা এবং আরও বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে বিমানে উঠতে পারবেন না| এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে মোবাইল ও চিকিত্সার সামগ্রীকে| বড় কোনও গ্যাজেট সঙ্গে রাখতে না পারলেও যাত্রীরা স্মার্টফোন বা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন|
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, মিশর, জর্ডান, কুয়েত, মরোক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে সব নন স্টপ বিমান আমেরিকায় যাচ্ছে এই নিষেধাজ্ঞা সেই সব বিমান যাত্রীদের জন্যই| আচমকা কেন এমন নিষেধাজ্ঞা জারি করা হল সেই সম্পর্কে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি| সোমবারই একটি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানায় সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *