ইভিএম কারসাজির অভিযোগে আদালতের দ্বারস্থ হবে বসপা, জানালেন মায়াবতী

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে একেবারে মুখ থুবড়ে পড়েছে মায়াবাতী-র দল বহুজন সমাজ পার্টি (বসপা)| গত ১১ মার্চ ভোটের ফল বেরোতেই চাঞ্চল্যকর দাবি করে মায়াবতী বলেছিলেন, ইভিএম-এ কারচুপি করা হয়েছে| উত্তর প্রদেশে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে, অথচ এখনও নিজের দাবিতেই অনড় বসপা প্রধান| সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়াবতী বলেছেন, ‘এই ইসু্যতে আগামী দুই-তিন দিনের মধ্যেই আদালতের দ্বারস্থ হব আমরা|’ যদিও, এর আগে মায়াবতীর এহেন দাবি খণ্ডণ করেছে নির্বাচন কমিশন|

উত্তর প্রদেশে এবার ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির| মোদী ম্যাজিকে একেবারে ম্লান হয়ে গিয়েছে হাত-সাইকেল জোট| মুখ থুবড়ে পড়েছে বহুজন সমাজ পার্টিও|  ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় বিজেপি একাই পেয়েছে এবার বসবেন মাত্র ১৯ জন বসপা বিধায়ক| মোট বিধায়কের ৫ শতাংশও নয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *