BRAKING NEWS

নিরাপদেই আছেন করাচিতে হারিয়ে যাওয়া দুই ভারতীয় মৌলবী :বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : নিরাপদেই আছেন পাকিস্তানের করাচিতে হারিয়ে যাওয়া দিল্লির নিজামুদ্দিন দরগার দুই মৌলবী । তাঁদের খোঁজ মিলেছে বলে রবিবার জানিয়েছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।তাঁরা সোমবার দেশে ফিরবেন । বাবার খোঁজ মেলায় খুশি মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার প্রধান মৌলবী সৈয়দ আসিফ নিজামি ও তাঁর ভাইপো সৌয়দ নাজিম নিজামি লাহৌরে তীর্থ করতে যান। কিন্তু করাচি বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। এবিষয়ে পরিবারের তরফে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে উদ্যোগী হন সুষমা স্বরাজ।
বিদেশমন্ত্রী স্বরাজ এ নিয়ে পাক প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন, নিখোঁজ মৌলবীদের সন্ধানে তাঁদের হস্তক্ষেপ চান। গতকাল পাকিস্তান ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে জানায়, নিখোঁজ দুই মৌলবীর খোঁজ মিলেছে, তাঁদের নিয়ে আসা হচ্ছে করাচিতে।
এদিন টুইটারে বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুই মৌলবীর অন্যতম সৈয়দ নাজিম আলি নিজামির সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন, কাল ফিরে আসবেন দিল্লিতে।
স্বাভাবিকভাবেই খুশি মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। তিনি ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বলেন, ফোনগুলি এখন কাজ করছে। শিগগিরই কথা বলতে পারবেন বলে আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *