BRAKING NEWS

সামান্য বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্য্যয়, নিষ্প্রদীপ বিশালগড়

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মার্চ৷৷ সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ নাজেহাল অবস্থায় পরীক্ষার্থীরা৷ সংবাদে প্রকাশ, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ হালকা বাতাস ও বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে বিশালগড় সহ আশেপাশের এলাকায়৷ তাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভীষণ সমস্যায় পড়তে হয়েছে বলে জানান অভিভাবকরা৷ অভিভাবকদের অভিযোগ গত দুই-তিন বছর ধরে বিশালগড়ে হালকা বৃষ্টি ও বাসাত হলেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে বারবার যোগাযোগ করা হলেও সহজে পরিত্রান পাওয়া যায় না বলে অভিযোগ৷ উচ্চম্যাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মরশুমে বিদ্যুৎ বিভ্রাটের ফলে পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা৷ যদিও বিদ্যুৎমন্ত্রী মানিক দে বিভিন্ন সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে বলে থাকেন যে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে৷ কিন্তু, অবাক করার বিষয় হল সামান্য বাতাস  ও বৃষ্টিতেই বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্য্যস্ত হয়ে পড়ে৷ এদিন ছিল মাধ্যমিকের গণিত বিষয়ের পরীক্ষা৷ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে দিতে হয় বলে জানা যায়৷ বিদ্যুৎ নিগমের উদাসীনতার জন্যই বিশালগড়ে পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ অভিভাবকদের৷ বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে নিগমের বিশালগড় অফিসে জানাতে গিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা এলাকাবাসীর৷ একদিকে ঝিরঝির বৃষ্টি অন্যদিকে বিদ্যুৎ নেই, সব মিলিয়ে বিশালগড়ের জনজীবন বিপর্যস্ত৷ এদিকে নিগমের অফিস সূত্রে জানা গিয়েছে, মেইন লাইনে সমস্যার কারণে চড়িলামে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়৷ পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নিগমের কর্মীরা কাজ করছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *