BRAKING NEWS

ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলা, মৃতু্য ১১ জন জওয়ানের

রায়পুর, ১১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধু্যষিত সুকমা জেলায় মাওবাদী হামলায় শহীদ হলেন ১১ জন জওয়ান| এই ঘটনায় জখম হয়েছেন আরও ৫ জন জওয়ান| আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুকমা জেলার ভেজ্জি থানা এলাকায় ঘন জঙ্গলে| সিআরপিএফ জওযানদের ওপর মাওবাদীরা অতর্কিতে হামলা চালালে ১১ জন জওয়ানের মৃতু্য হয়| আহত হয়েছেন আরও ৫ জন জওয়ান|
সকাল তখন ৯.১৫ মিনিট হবে, ভেজ্জি থেকে কুট্টাচেরু যাওয়ার পথে সিআরপিএফ-এর একটি টহলদারি দলের ওপর আড়াল থেকে গুলিবৃষ্টি করে মাওবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় সিআরপিএফ-ও| হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যায় অতিরিক্ত বাহিনী| মৃত ও আহত জওযানদের উদ্ধার করা হয়েছে| সিআরপিএফ সূত্রের খবর, মৃত জওয়ানদের ১০টি আগ্নেয়াস্ত্র ও ওয়্যারলেস রেডিও সেট লুঠি করে নিয়ে গিয়েছে মাওবাদীরা|
মৃত সিআরপিএফ জওয়ানদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং| ঘটনায় দুঃখপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘এই ঘটনায় যে বা যারা জড়িত তাদরে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *