BRAKING NEWS

গণনা পর্ব কিছুটা এগোতেই থমকে গেল আপের উল্লাস

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : নির্বাচন শেষ হতেই ৱুথ ফেরত সমীক্ষা মনে বিপুল আশা জাগিয়েছিল আম আদমি পার্টির নেতা-কর্মীদের মনে| সেই মতো শনিবার সকাল থেকেই দিল্লির দলীয় দফতর আর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির সামনে শুরু হয়ে গেছিল উদযাপন| সাদা, সৱুজ, গেরুয়া বেলুন, দলের পোস্টার, পতাকায় ছেয়ে যায় এলাকা| সঙ্গে এ আর রহমানের সুরে জয় হো| কারণ ভোট পরবর্তী সমীক্ষা বলেছিল, পাঞ্জাব হয় কংগ্রেস, নয়তো আপএর হাতে যাবে| গোয়াতেও ভাল জায়গায় থাকবে আপ| কিন্তু বেলা গড়াতেই চুপসে গেল বেলুন| গোয়াতে এগনোর দৌড়ে খাতাই খুলল না আপ| আর পাঞ্জাবে দ্বিতীয় স্থানে| ১১৭টি আসনের পাঞ্জাব বিধানসভায় ২২টি আসনে জয়ী হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল অরবিন্দ কেজরিওয়ালের দল| দিল্লির প্রাক্তন মন্ত্রী সোমনাথ ভারতী বললেন, রাজনীতিতে আমরা নতুন| আমরা সংখ্যাতত্ত্ব খুব বেশি ৱুঝি না| আমরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী| মানুষের জন্য পরিশ্রম করতে চাই| এই হার থেকে আগামী দিনে শিক্ষা নেওয়ার ঘোষণা করলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *