নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : নোট বাতিলের পর এখনও পর্যন্ত বাজারে বারো লক্ষ নতুন নোট জোগান ধরা হয়েছে| শুক্রবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তাঁর বক্তব্যে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১১,৬৪,১০০ নতুন নোট অর্থব্যবস্থায় ফেরত্ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক|
লোকসভায় প্রশ্নোত্তরপর্বে অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন নোটের পর্যাপ্ত জোগান দিচ্ছে আরবিআই| তবে এই মুহূর্তে ব্যাঙ্কে জমা পড়া পুরনো পাঁচশো ও এক হাজার টাকার নোটের সঠিক সংখ্যা জানা সম্ভব নয়| এর কারণ হিসেবে জেটলি বলেন, জাল নোট খুঁজে বের করতে জমা পড়া প্রত্যেকটি নোট খুঁটিয়ে দেখা হচ্ছে| এই কাজে সময় লাগবে| কাজটি সম্পূর্ণ হলেই আরবিআই সমস্ত পরিসংখ্যান জানিয়ে দেবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী|
এদিন লোকসভায় জেটলি জানিয়েছেন, নয়া নোট ছাপার খরচ সামগ্রী ও মজুরির উপর ভিত্তি করে খরচ প্রত্যেক বছর পাল্টে যায়| তিনি আরও বলেন, প্রতিটি নতুন পাঁচশো টাকার নোট ছাপতে খরচ হচ্ছে ৩.০৯ টাকা, এক হাজার টাকার নোটের জন্য খরচ হচ্ছে ৩.৭৭ টাকা ও পুরনো এক হাজার টাকার নোট ছাপার সমপরিমাণের খরচেই নতুন দু’হাজার টাকার নোট ছাপানো হচ্ছে| শুধু তাই নয়, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১,৪০,৮২৪ কোটি টাকা|