নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : বিদেশে থাকা ভারতীয় ছাত্রের জন্য ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ | শুক্রবার সুদূর নিউ ইয়র্ক থেকে আসা টু্যইটে সাড়া দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ | কলকাতার ছেলে দেবাপর্ণ মুখোপাধ্যায়ের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুষমা |
কলকাতার ছেলে দেবাপর্ণ মুখোপাধ্যায় ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে বেঙ্গালুরুতে থাকতেন পরে অবশ্য চাকরি ছেড়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেয় দেবাপর্ণ |
সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে সেখানকার জামাইকা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি | তাঁর অবস্থা গুরুতর | দেবাপর্ণের চিকিত্সার জন্য তাঁর মা-বাবাকে শীঘ্রই আমেরিকায় পৌঁছনো জরুরি | দেবাপর্ণের মা-বাবা যাতে দ্রুত আমেরিকায় উড়ে যেতে পারেন, সেই অনুরোধ করে সুষমা স্বরাজকে টু্যইট করে নিউ ইয়র্কে থাকা দেবাপর্ণের বন্ধুরা | বন্ধুদের সেই টু্যইটের সাড়াই দিলেন সুষমা স্বরাজ | তিনি জানিয়েছেন, খুব দ্রুতই মা-বাবাকে দেবাপর্ণের কাছে পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে | কলকাতার সুখিয়াস্ট্রিটে দেবাপর্ণের বাড়ি | বছরখানেক আগেই উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান তিনি|