নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল দেশের মাটিতে সফলভাবে আয়োজন করতে পারার পুরস্কˆার পেতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড | খবর অনুযায়ী এবার বিশ্ব একাদশকে পাকিস্তানে খেলতে পাঠাতে পারে আইসিসি | যদিও এখনও সেই খবরের সত্যতা কোনও পক্ষই স্বীকার করেনি| তবে যা খবর তাতে, বিশ্ব একাদশ দল চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে| রিপোর্ট অনুযায়ী বিশ্ব একাদশ টিম লাহৌরে ম্যাচ খেলবে ২২, ২৩, ২৮ ও ২৯ সেপ্টেম্বর|
যদিও ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে এরইমধ্যে জলঘোলা হয়েছে| ডিসেম্বরে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের চুক্তি অনেকদিন আগেই হয়ে গিয়েছিল| কিন্তু ২০০৭ থেকে সেই দেশে খেলতে যায়নি ভারত| এ বারও না যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে ভারত | সেই মতো নতুন দলের খোঁজে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে কথা বলাও শুরু করে দিয়েছে পিসিবি| আর তার মধ্যেই এলো এই সুখবর| এটাই হতে পারে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পূনর্জন্ম|