BRAKING NEWS

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার‌্য, শোকস্তব্ধ বাংলার সঙ্গীত দুনিয়া

হুগলি ও কলকাতা, ৭ মার্চ (হি.স.): বাংলার সঙ্গীত দুনিয়াকে শোকস্তব্ধ করে অকালেই প্রয়াত হলেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার‌্য| মঙ্গলবার সকালে হুগলি জেলার গুড়াপের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তিনি| তাঁর দলের বাকি পাঁচ জনের অবস্থাও সঙ্কটজনক| পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে কলকাতা থেকে গাড়িতে চড়ে বীরভূম জেলার সিউড়িতে একটি অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন দোহার ব্যান্ডের সদস্যরা| দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন কালিকাপ্রসাদ সহ মোট ৭ জন সদস্য| হুগলির গুড়াপের কাছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি| দুর্ঘটনায় গুরুতর চোট পান কালিকাপ্রসাদ সহ দোহার ব্যান্ডের আরও পাঁচ জন সদস্য| স্থানীয়দের সহায়তায় আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়| সেখানেই ডাক্তাররা কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যকে মৃত বলে ঘোষণা করেন|
অন্য একটি সূত্র বলছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে গুড়াপের কাছে কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যর গাড়িটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে| এর ফলে খুলে যায় গাড়ির চাকা| এরপরই গাড়িটি একটি কালভার্টে গিয়ে ধাক্কা মারে এবং নয়ানজুলিতে উল্টে যায়| স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রচণ্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিল| কোনও মেকানিক্যাল ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারনা|
প্রতিভাবান সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদের অকাল মৃতু্যতে শোকস্তব্ধ বাংলার সঙ্গীত দুনিয়া| বছর ৪৭-এর কালিকাপ্রসাদ ভট্টাচার‌্যের মৃতু্যতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বাংলার লোকগানের ব্যান্ড দোহারের গায়কের অকাল মৃতু্যর খবরে বাকরুদ্ধ শ্রাবণী সেন, ঊষা উত্থুপ-এর মতো শিল্পীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *