BRAKING NEWS

বিজেপির জনসভায় আসছেন কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ৷৷ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে ১০ তারিখের জনসভার বিষয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রায় ২৫০ জন কার্যকর্তা রাজ্য, জেলা, মন্ডল এবং বুথ স্তর থেকে সম্মিলিত হন৷ বৈঠকে ১০ তারিখের জনসভাকে সাফল্য করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়৷ এই বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর জী৷ বৈঠকে নিজের বক্তব্য রাখাকালীন রাজ্য সভাপতি জানান যে আসন্ন জনসভায় বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রামমাধব জী, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, আসামের অর্থমন্ত্রী ও নেডার আহ্বায়ক হেমন্ত বিশ্বকর্মা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন৷ তাছাড়াও অন্যান্য রাষ্ট্রীয় নেতৃত্ব ও কিছু বিশেষ কেন্দ্রীয় মন্ত্রীদেরও সভায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও আজকের এই প্রস্তুতি বৈঠকে বিগত দিনের বিজেপির সংঘটিত বিধানসভা অভিযানের ১১ দফা দাবির উল্লেখিত বিষয়বস্তুর ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ারও প্রস্তুতি গ্রহণ করা হয়৷ রাজ্য বিজেপির ১১ দফা দাবিতে চিটফান্ড কেলেঙ্কারি, বেকার কর্মসংস্থান ও রাজ্য কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু গুলিকে আন্দোলনমুখী করে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়৷ রাজ্য প্রভারী নিজের বক্তব্যে বৈঠকে উপস্থিত প্রত্যেকটি কার্যকর্তাদের গত ৪ তারিখের আইন অমান্য আন্দোলনকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ বৈঠকে রাজ্য সভাপতি কার্যকর্তাদের আগামীদিনেও স্থানীয় বিষয়বস্তু নিয়ে জন আন্দোলন কর্মসূচী হাতে নেওয়ার জন্য পরামর্শ দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *