BRAKING NEWS

পুলিশ অফিসারের বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে জলসা, অসহায় পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ মার্চ ৷৷ বিশালগড়ে শব্দ দূষণে নাজেহাল  পরীক্ষার্থীরা৷ কখনো ধর্মের নামে কিংবা কোন বিয়ের পার্টি৷ প্রশাসন কিংবা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জেনেশুনেও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ৷ এ নিয়ে অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে৷ ২০১৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা চলছে৷ এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এর দিক নির্ণয় করে৷ অথচ পরীক্ষার্থীরা ভাল প্রস্তুতি নেয়া দূরের কথা শব্দ দূষণে নাজেহাল অবস্থা৷ খবরে জানা যায়, বিশালগড় থানার অধীনে  রতননগর এলাকার উত্তর ত্রিপুরা জেলার এক থানার সাব হনস্পেক্টর শ্যামলকান্তি মজুমদারের বিয়ের বৌভাত অনুষ্ঠান হয় ৫ মার্চ রবিবার৷ এই অনুষ্ঠানে  হিন্দি গানের অর্কেস্টারের আয়োজন করা হয়৷ আিগামীকাল ও পরশু উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রস্তুতি নিতে ভীষণ অসুবিধার মুখে পড়তে হয়েছে বলে অভিভাবকরা জানায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানায়, দুপুর দুটো থেকে জলসা শুরু হয়৷ সাথে সাথে বিশালগড় থানায় যোগাযোগ করা হলেও কোন ফল হয়নি৷ সাব ইন্সপেক্টর শ্যামলবাবুর বিয়ের অনুষ্ঠান বলে কথা৷  এছাড়া, তেবারিয়া ও রঘুনাথপুরেও জলসা পার্টির শব্দ তান্ডবে পরীক্ষার্থীরা চরম নাজেহাল অবস্থায় রয়েছে বলে জানা যায়৷ বিশালগড় থানা  ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়ে অভিভাবক মহলে ছিঃ ছিঃ রব উঠেছে৷ এদিকে, মহকুমার বিভিন্ন এলাকায় বিয়ের এই মরশুমে ব্যাপক ভারে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে৷ দিনভর উচ্চস্বরে চলে ঐসব সাউন্ড সিস্টেম৷ এমনকি গভীর রাত পর্যন্তও৷ এই ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন হেলদোল নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *