BRAKING NEWS

আমেরিকায় ভরতীয়দের উপর হামলা অব্যাহ্ত, দুঃখপ্রকাশ সুষমা স্বরাজের

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : ভারতীয় বংশোদ্ভূত দীপ রাইয়ের উপরে হামলার ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।আমেরিকার সিয়াটেলের কেন্ট এলাকায় নিজের বাড়ির সামনে বন্দুকবাজের গুলিতে আহত হন দীপ রাই (৩৯)। রবিবার টুইটারে বিদেশমন্ত্রী লেখেন, “এই হামলার ঘটনায় আমি দুঃখিত। আহত দীপ রাইয়ের বাবা সর্দার হরপাল সিং-এর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ছেলের হাতে গুলি লেগেছে।”চলতি সপ্তাহের শুরুতেই বন্দুকবাজের হানায় মৃত ভারতীয় ব্যবসায়ী হার্নিশ প্যাটেলের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন বিদেশমন্ত্রী। ওই ব্যবসায়ী সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কশায়ারে গুলিবিদ্ধ হন।জানা গেছে, কেন্টে তাঁর বাড়ির সামনেই আক্রান্ত হন দীপ রাই। “নিজের দেশে ফিরে যাও” বলেই তাঁকে লক্ষ্য করে ট্রিগার চেপে এক দুষ্কৃতী। মুখোশের কারণে আততায়ীকে চিহ্নিত করা যায়নি। এই ঘটনার তদন্তে কেন্ট পুলিশ এফবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থারও সাহায্য নিচ্ছে বলে জানা গিয়েছে। মার্কিন মুলুকের বর্তমান পরিস্থিতির বিচারে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রশাসন। প্রসঙ্গত, গতমাসেই বন্দুকবাজের হানায় নিহত হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা। ঘটনাটি ঘটে মেরিকার কানসাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *