BRAKING NEWS

মণিপুরে ৩.৫ তীব্রতার ভূকম্পন, প্রভাব পড়েনি নির্বাচনে

ইম্ফল, ৪ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের চান্দেল জেলা| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার ভোর ৫.০২ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুরের চান্দেল জেলা| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

মণিপুরে শনিবারই প্রথম দফার নির্বাচন| তবে, ভূকম্পনের কোনও প্রভাবই পড়েনি নির্বাচনে| এদিন ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, চুরাচন্দপুর, কাংপোকপি ও ফেজেরাল জেলার ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে| ভাগ্য নির্ধারণ হবে ১৬৮ জন প্রার্থীর| মণিপুরে প্রথম দফার নির্বাচনে ভোটদান করবেন ১১ লাখ ১৯ হাজার ২৭১ জন ভোটার| এরমধ্যে মহিলা ভোটারের সংখ্যা হল ৫ লাখ ৭৫ হাজার ২২১ জন| মণিপুরের প্রত্যেকটি আসনে প্রতিদ্বন্দীতা করছে ভারতীয় জনতা পার্টি| কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে| মণিপুর পিপলস পার্টি মাত্র ১৩টি আসনে প্রতিদ্বন্দীতা করছে| ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *