ওয়াশিংটন, ১ মার্চ (হি.স.): নিজের অভিবাসন নীতি থেকে একচুলও সরলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| মার্কিন কংগ্রেসে প্রথমবারের জন্য দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘অভিবাসন নীতি কার্যকর করে আমরা পারিশ্রমিক বাড়াবো, বেকারদের সাহায্য করবো, বিলিয়ন ডলার বাঁচাবো আর নিজেদের সুরক্ষিত রাখব|’ মার্কিন কংগ্রেসে নিজের নির্বাচনী স্লোগান ‘প্রথমে আমেরিকা’-ও তুলে ধরেন ট্রাম্প| বলেন, ‘আমেরিকাকে অবশ্যই প্রথমে নিজেদের নাগরিকদের দেখতে হবে| তবেই আমেরিকা ফের প্রকৃত মহান হয়ে উঠতে পারবে|’
তবে, মুসলিমদের প্রসঙ্গে এদিন উল্টো সুর শোনা গিয়েছে ট্রাম্পের মুখে| তিনি বলেছেন, ‘ইসলামিক সন্ত্রাস থেকে দেশকে সুরক্ষিত রাখতে আমরা কড়া পদক্ষেপ করবো| ক্রিশ্চিয়ান সহ সমস্ত ধর্মবিশ্বাসের মানুষকে মারছে আইসিস মুসলিম| মুসলিম বন্ধুদের সহযোগিতা নিয়েই আমরা ওদের ধ্বংস করে দেব|’
এদিকে, আমেরিকায় প্রবেশে ইরাককে হয়তো ছাড় দিতে চলেছেন ট্রাম্প| ৭টি মুসলিম অধু্যষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| অভিবাসন সংক্রান্ত নতুন নির্দেশিকায় সেই তালিকা থেকে হয়তো ইরাককে বাদ দিতে চলেছেন তিনি| মার্কিন প্রশাসনের একটি সূত্রে এমনটাই জানা গিয়েছে| ৱুধবার সম্ভবত নতুন নির্দেশিকায় সই করবেন ট্রাম্প|