নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ বাইক চুরির দায়ে ধৃত যুবক পুলিশ হেপাজতে থাকাকালীন থানার লকআপেই বিষ খেয়ে নিয়েছে৷ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে লকআপে ধৃত চোর কিভাবে বিষ খেয়ে নিল, তা নিয়ে পুলিশী ভূমিকায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ ধৃত চোর এখন জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷
বাইক চুরির দায়ে যোগেন্দ্রনগর কাটাশলার বাসিন্দা ক্ষীতিশ সরকারকে (২১) পূর্ব আগরতলা থানার পুলিশ গত ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে৷ আদালত থেকে ঐ যুবককে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়৷ গত পরশুদিন রাজধানী আগরতলায় আরো দুটি বাইক চুরি হয়৷ ঐ বাইক চুরির ঘটনায় কারা জড়িত রয়েছেন সে রহস্য উন্মোচনে পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে হেপাজতে নেয়৷ আদালতে আবেদন জানালে তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়৷ কিন্তু, পুলিশী হেপাজতে কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপে রবিবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার লকআপে ঐ যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঐ যুবককে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এখন তার চিকিৎসা চলছে৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷
এই ঘটনায় পুলিশের চরম গাফিলতির অভিযোগ উঠেছে৷ লকআপের ভিতর ধৃত ঐ যুবক বিষ কোথা থেকে পেয়েছে সে প্রশ্ণ উঠছে৷ পশ্চিম আগরতলা থানার পুলিশ এবিষয়ে কোন কিছু এখনই জানাতে রাজি হননি৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ তবে থানার লকআপে ফাঁসিতে আত্মহত্যার ঘটনা এর আগে রাজ্যে ঘটেছে৷