খিলপাড়ায় অগ্ণিদগ্দ দম্পতি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ ফেব্রুয়ারী৷৷ অগ্ণিদগ্দ হলেন এক দম্পতি৷ ঘটনাটি ঘটেছে মন্দির নগরী উদয়পুরের খিলপাড়া চার নম্বর ওয়ার্ডে৷ অগ্ণিদগ্দ দম্পতি হলেন বিকাশ দাস ও গৌরী দাস৷ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রান্না ঘরে উনুনে রান্না করছিলেন গৃহিনী গৌরী দাস৷ আচমা তার কাপড়ে আগুন লেগে যায়৷ সঙ্গে সঙ্গেই পুরো শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে৷ তাকে বাঁচানোর চেষ্টা করেন স্বামী বিকাশ দাস৷ তিনিও অগ্ণিদগ্দ হয়েছেন৷ কোনওরকমে তাদের শরীরের আগুন নিভিয়ে টেপানিয়াস্থিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *