নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ টাকা নিয়ে পরিবারে অশান্তির কারণে আত্মহত্যা করলেন এক ব্যাক্তি৷ বড়জলা এলাকার বাসিন্দা পেশায় রড মিস্ত্রি সঞ্জু দে(৩৫) আত্মহত্যা করেছেন৷ শুক্রবার রাতে তাকে এলাকাতেই রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ জিবি হাসপাতালে ভর্তি করান৷ চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, অত্যাধিক মদ্যপান করার পর বিষাক্ত কিছু খাওয়াতেই তার মৃত্যু হয়েছে৷
জানা গেছে, সঞ্জু দে’র প্রথম পক্ষের স্ত্রীর সাথে ৬/৭ বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেলে পুণরায় তিনি বিয়ে করেন৷ প্রথম পক্ষের স্ত্রীর দুই পুত্র সন্তান তার সাথে থাকে৷ দ্বিতীয় পক্ষের স্ত্রী মধুমিতা মোদক (দে)’র সাথে গত কয়েকদিন ধরে প্রায়ই টাকা নিয়ে ঘরে অশান্তি চলছিল৷ পারিবারীক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বন্ধন থেকে ৫০ হাজার তুলেছিলেন সঞ্জু দে৷ সেই টাকা থেকে ৫ হাজার টাকা তিনি নিয়ে যান৷ দ্বিতীয় পক্ষের স্ত্রীর ধারণা ঐ টাকা তার স্বামী প্রথম পক্ষের স্ত্রীকে দিয়েছেন৷ এনিয়ে পরিবারে কয়েকদিন ধরে অশান্তি চলছিল৷ শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে টাকা প্রচন্ড ঝগড়া হয়৷ এরপর সঞ্জু দে বাড়ি থেকে বের হয়ে যান৷ তারপর থেকে তার আর কোন খোজ পাওয়া যায়নি৷ রাতে বড়জলা এলাকায় রাস্তার উপর তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ বাড়িতে খবর দেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
2017-02-26