ফের কাঁপল ত্রিপুরা, উৎপত্তি উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ ফের ভূমিকম্পে কাঁপল রাজ্য৷ উৎপত্তি উত্তর ত্রিপুরায় ভূপৃষ্টের ৩৩ কিমি গভীরে৷ তবে, রিখটার স্কেলে এর তীব্রতা কম থাকায় অল্পেতে দূর্যোগ এড়িয়েছে৷ শনিবার দুপুর সাড়ে বারটা নাগাদ রিখটার স্কেলে ৪ তীব্রতা সম্পন্ন ভূমিকম্পে কেঁপে উঠে উত্তর ত্রিপুরা৷ অবশ্য, ভূমিকম্পে ক্ষয়িক্ষতির কোন খবর নেই৷
এদিকে, অরুনাচল প্রদেশেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে মৌসম বিভাগ জানিয়েছে৷ এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ রিখটার স্কেলে ৩৫ তীব্রতা সম্পন্ন ভূমিকম্প অনুভূত হয়েছে অরুনাচল প্রদেশের দীবাঙ্গ ভ্যালিতে৷ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর নেই৷ মৌসম বিভাগ জানিয়েছে, অরুনাচল প্রদেশে ভূমিকম্প ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি৷
ঘন ঘন ভূমিকম্প পূর্বোত্তরে বিপদের হাতছানি দিচ্ছে৷ কারণ, গতকাল ভূমিকম্পে কেঁপেছে মণিপুর ও সিকিম৷