লখনউ, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সকাল সকাল নিজের ভোট দিলেন বহুজন বিএসপি প্রধান মায়াবতী। রবিবার তৃতীয় দফার ভোটে লখনউ কেন্দ্রে নিজের ভোট দিলেন তিনি। বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানালেন, ‘এবার আমরাই উত্তরপ্রদেশে সরকার গড়ব। ৩০০–র কাছাকাছি আসন পাব আমরাই।’ ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে মানুষের উৎসাহ দেখে আত্মবিশ্বাসী মায়াবতী।
রাজ্যের বারোটি জেলার ৬৯টি আসনে ৮২৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ ভোট । মোট ভোটারের সংখ্যা ২.৪১ কোটি। তৃতীয় দফার ভোটে রয়েছে ১৬,৬৭১ পোলিং কেন্দ্র এবং ২৫,৬০৩ পোলিং স্টেশন। আজকের দফায় প্রায় সতেরো শতাংশ মুসলিম ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচনী প্রচারে বারেবারে রাজ্যের শাসকদল সহ কেন্দ্রের শাসক দলকে আক্রমণের নিশানা করেছেন মায়াবতী। ১১ মার্চ ভোটের ফল প্রকাশ হবে। সেদিনই জানা যাবে উত্তরপ্রদেশ কার দখলে গেল।
2017-02-19