নলবাড়ি (অসম), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : নলবাড়িতে স্টেট ব্যাংকের একটি এটিএম থেকে ফাটা-ছেঁড়া নোট বেরনোর ঘটনায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, আজ রবিবার সকালে কয়েকজন গ্রাহক পৃথক পৃথক অঙ্কের মোট ৫০ হাজার টাকা বের করতে যান। কিন্তু তাঁদের প্রত্যেকেই ওই ৫০ হাজার টাকার সব নোটই ছেঁড়া ও ফাটা পেয়েছেন বলে জানিয়েছেন। ঘটনা নলবাড়ির মড়োয়ার এসবিআই এটিএম-এ ঘটেছে।
গ্রাহকরা বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আনতে চান ।
2017-02-19