নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : এবার শুক্র গ্রহ অভিযান করবে ভারত | নেওয়া হচ্ছে শুক্র গ্রহ অভিযানের প্রস্তুতিও | এমনই জানালেন ইসরোর চেয়ারম্যান এ এস কিরণকুমার | তিনি বলেন, ইসরোর পরবর্তী লক্ষ্য শুক্র অভিযান|
ৱুধবার ১০৪টি কৃত্রিম উপগ্রহকে একসঙ্গে মহাকাশে পাঠিয়ে এবার ফের অন্য অভিযানের প্রস্তুতি শুরু করা হয়েছে | মঙ্গল এবং শুক্র গ্রহের কক্ষপথে কীভাবে সফল অভিযান করা যায়, সে বিষয়েই প্রস্তুতি শুরু করা হয়েছে | পাশপাশি, মঙ্গল এবং শুক্রের গ্রহাণুপুঞ্জেও মহাকাশযান পাঠানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরোর-র চেয়ারম্যান | তবে, কবে ইসরো শুক্র অভিযান করবে, সে বিসয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি | বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে | পাশপাশি, শুক্র অভিযান করতে কত পরিমান খরচ হতে পারে, সে বিষয়েও কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে বলে খবর|
2017-02-17