চাম্পাহাওয়রে শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী৷৷ খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন পূর্ব তকছায়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক

নিহত সমীর দেববর্মার পরিবারের শোকাহত সদস্যরা (ইনসেটে প্রয়াত যুবক)৷ ছবি নিজস্ব৷

যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ ঘটনার সূত্রপাত পারিবারিক বিবাদের জেরে৷ নিহতের নাম সমীর দেববর্মা৷ এই খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, পূর্ব তকছায়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান থেকে সবে মাত্র বাড়ী ফিরেছিলেন সমীর দেববর্মা৷ রাত আনুমানিক ১১টা নাগাদ পাশের বাড়ীর অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মার সাথে বচসায় জড়িয়ে পড়েন সমীর৷ মুহুর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে সমীরকে মাথায় আঘাত করে অভিযুক্ত তিনজন৷ রক্তাক্ত অবস্থায় সমীর দেববর্মাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে এবং সেখান থেকে জিবি স্থানান্তর করা হয়৷ কিন্তু, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সমীর দেববর্মার মৃত্যু হয়৷
ঘটনার পরপরই খোয়াইয়ের এসডিপিও সহ পুলিশ বাহিনী পূর্ব তকছায়া গ্রামে পৌঁছে৷ মৃতের পরিবারের অভিযোগমূলে তিন যুবক অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মাকে গ্রেপ্তার করে৷ অলকেশ এবং সেলিম পিতাপুত্র বলে জানা গিয়েছে৷ এসডিপিও জানিয়েছেন, তাদের নিজেরে আত্মীয় স্বজনের মধ্যেই মারধরে হয় এবং একজন গুরুতর আহত হয়৷ পরবর্তী সময়ে তার মৃত্যু হয়৷ গ্রামে একটি অনুষ্ঠান ছিল৷ আর সেই অনুষ্ঠানেই বিবাদের সৃষ্টি৷ মৃতের পারিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সকলে৷ কিন্তু পুরনো একটি শত্রুতা ছিল অভিযুক্ত তিনজনের সাথে সমীর দেববর্মার৷ সেই বিষয়টির রেশ হিসাবেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ সমীরকে বাঁচাতে গিয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরাও আঘাত পায়৷ কয়েকজনকে হাতুড়ি দিয়েও আঘাত করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *