কলিয়াবর (অসম), ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : নগাঁও জেলার জখলবন্ধা পুলিশের অভিযানে দুৰ্ধৰ্ষ এক চোরাশিকারি আটক হয়েছে। আটক চোরাশিকারিকে বিশ্বনাথের বাঘমারি এলাকার বাসিন্দা সুলেমান আলি বলে পরিচয় পাওয়া গেছে।
সুলেমানের স্বীকারোক্তির ভিত্তিতে কাজিরঙার ষষ্ঠ সংযোজনের বালিচাপরি থেকে উদ্ধার করা হয়েছে গন্ডারের কঙ্কাল। প্রায় তিন মাস আগে সেখানেই একটি গন্ডার বধ করে তার খড়গ কেটে নিয়ে গিয়েছিল এই সুলেমান ও তার সঙ্গীরা।
2017-02-14