পূর্বোত্তরের ৫ হাজার ৫৯২টি সুকল খোলা আকাশের নিচে শৌচ মুক্ত করার উদ্যোগ নিয়েছে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ পূর্বোত্তরের ৫ হাজার ৫৯২টি সুকল খোলা আকাশের নিচে শৌচ মুক্ত করার উদ্যোগ নিয়েছে ওএনজিসি৷ রাজ্য সরকারের চিহ্ণিত সুকলগুলিতে শৌচালয় গড়ে দেবে তেল ও গ্যাস উত্তোলনকারী এই সংস্থা৷ জানা গেছে, রাজ্যের পশ্চিম ও খোয়াই জেলায় ১২টি, আসামের শিবসাগর, করিমগঞ্জ এবং কাছাড় জেলায় ৫২টি এবং মেঘালয়ে ১০টি স্কুলে ওএনজিসি শৌচালয় নির্মাণ করে দেবে৷ স্বচ্ছ বিদ্যালয় অভিযানের অন্তর্গত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনৈক ওএনজিসি আধিকারিক জানিয়েছেন৷
ইতিমধ্যে সুকল পড়ুয়াদের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যকর বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হয়েছে৷ ঐ আধিকারিক জানিয়েছেন, সুকল পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের টেকসই জীবনযাপনে এবং পরিবেশগত দায়িত্ববান হওয়ার জন্য এই উদ্যোগ গৃহীত হয়েছে৷ ওএনজিসি গ্রামীণ এলাকার সুকলগুলিতে পড়ুয়াদের এই প্রকল্পের অধীন টেকসই জীবনযাপন সম্পর্কে সম্যক জ্ঞান এবং সেই ধারণা সমাজের সকল অংশের মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নিয়েছে৷ বিশেষজ্ঞরা পড়ুয়াদের খেলার ছলে, গল্পের আকারে এবং ভিজুয়েলের মাধ্যমে জল সংরক্ষণ, মাটি সংরক্ষণ এবং ঋতুস্রাব জনিত পরিচ্ছন্নতা পরিচালনার বিষয়ে বোঝাবেন এই কর্মসূচীতে ত্রিপুরা, মেঘালয় এবং আসাম থেকে ১৮ জন স্নাতকোত্তর শিক্ষাবিদ, তামিলনাড়ুর এরোভিল্লে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *