নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ভাড়া বাড়ি খঁুজতে গিয়ে একাকিত্বের সুযোগে ২৫ বছর বয়সী পরিচারিকাকে গণধর্ষণ করা হল৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরতলীর দূর্জয়নগরে৷ ধৃতদের মধ্যে দুইজনের বাড়ি হরিয়ানারা ফরিদাপুরে৷ তৃতীয় জনের বাড়ী তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, শুক্রবার রাতে দূর্জয়নগর এলাকায় ভাড়া বাড়ি খঁুজতে যান হরিয়ানার ফরিদাপুরের বাসিন্দা জীতেন সিং, মুকেশ কুমার এবং তেলিয়ামুড়ার কৃষ্ণপুরের বাসিন্দা সমীর দাস৷ এরা তিন জন আগরতলায় শ্রমিকের কাজ করেন৷ সমীর দাস রেশমবাগানে ভাড়া বাড়িতে থাকেন৷ জানা গিয়েছে, জীতেন সিং এবং মুকেশ কুমারকে বাড়ি খঁুজে দেওয়ার কাজে সাহায্য করার জন্য তাদের সাথে গিয়েছিলেন তিনি৷ দূর্জয়নগর এলাকায় একটি বাড়িতে গিয়ে ভাড়া দেওয়ার খোঁজ করার পর ঐ বাড়ির পরিচারিকা তাদের খালি ঘর দেখাতে নিয়ে যান৷ তখনই তিন জনে মিলে ঐ পরিচারিকাকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ৷ এই সংক্রান্ত একটি মামলা পশ্চিম আগরতলা মহিলা থানায় দায়ের করা হয়৷ পুলিশ শনিবার রেশমবাগান এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷
2017-02-12