অমরপুরে বিধবাকে নৃশংসভাবে হত্যা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ ফের এক মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার অমরপুর থানার অধীন থাকছড়া এলাকায়৷ মৃতার নাম অঞ্জলি দাস (৫২)৷ বাড়ি মুন্ডাকলোণা এলাকায়৷ ঐ বিধবা মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে একটি ছড়ার জল থেকে৷
সংবাদে প্রকাশ, শনিবার সকালে স্থানীয় জনগণ দেখতে পান এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে একটি টর্চ, তিন জোড়া চপ্পল উদ্ধার করেছে৷ পুলিশ ঘটনার তদন্তে ডগ স্কোয়াডকে কাজে লাগিয়েছে৷ এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞ টিমকেও নামানো হয়েছে৷ কিন্তু, এই হত্যাকান্ডের কোন ক্লু পায়নি৷
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শুক্রবার রাতে কোনও এক সময় ঐ মহিলাকে খুন করা হয়েছে৷ তারপর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে ছড়ার জলে৷ কিন্তু, কে বা কারা এই হত্যাকান্ডটি সংঘটিত করেছে এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে ঐ বিধবা মহিলার ছেলে কর্মসূত্রে বহিঃরাজ্যে থাকেন৷ শুক্রবারই তিনি বহিঃরাজ্যে চলে গিয়েছেন৷ প্রশ্ণ উঠেছে তাহলে কে বা কারা ঐ মহিলাকে খুন করল এবং কেনই বা এই হত্যাকান্ড৷ পুলিশ মৃতার বড়িতে তল্লাসী করেছে৷ বেশ কয়েকজনকে জেরাও করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *