রহস্যজনক অগ্ণিকান্ডে বাইজলবাড়ি সুকলের বহু বেঞ্চসহ আসবাবপত্র ছাঁই

Khowai Fireনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার বিকেলে খোয়াই বাইজালবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আচমকা আগুন লেগে যায়৷ মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে৷ শুরু হয় দৌড়ঝাঁপ৷ সুকলে তখন কেউ ছিলেন না৷ খবর পেয়ে ছুটে আসেন শিক্ষকরা৷ খবর পৌঁছে অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ততক্ষণে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা শুরু করেন৷ দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সুকলের তিনটি কক্ষে আগুন ভয়াবহ রূপ নেয়৷ বহু ব্যাঞ্চ, চেয়ার-টেবিল সহ আসবাব পুড়ে ছাঁই হয়ে যায়৷ একসময় দমকলের দুটি ইঞ্জিন সুকলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে কিভাবে  সুকল ঘরে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয়৷ আগামীকাল পুলিশের প্রাথমিক তদন্তেই এবিষয়ে পরিষ্কার চিত্র ফুটে উঠবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *