জাকার্তা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): ইন্দোনেশিয়ার বাঙলি জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ভূমিধসের কারণে প্রাণ হারালেন ৭ জন| মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু, এছাড়া আহত হয়েছেন আরও ২ জন| ইন্দোনেশিয়ার ডিজাস্টার মিটিগেশন এজেন্সি জানিয়েছে, মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মাটি নরম হয়ে ওঠে, যে কারণে ভূমিধস নামে| ভূমিধসের কারণে বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে|
এমতাবস্থায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বালি দ্বীপে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে| তাই প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে|
2017-02-10