নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে, তাই অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতলে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক যুবতী৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ধলাই জেলার কমলপুর থানার অধীন দ্বারকা এলাকায়৷ ঐ যুবতী বর্তমানে আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দ্বারকা এলাকার বাসিন্দা দিপক কুমার দাসের মেয়ে দিপীকা দাসের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে মহকুমারই শান্তিরবাজার এলাকার বাসিন্দা প্রভাত দাস৷ প্রভাত সিআইএসএফ জওয়ান৷ বর্তমানে জম্মু-কাশ্মীরে কর্মরত৷ এক বছর যাবত তাদের প্রণয়ের সম্পর্ক৷ শেষে দুই পরিবারের মধ্যে জানাজানি হয়৷ দুই পরিবার মিলে তাদের বিয়ে চূড়ান্ত করে নেয়৷ আগামী ১৩ মার্চ তাদের বিয়ে হওয়ার কথা৷ এরই মধ্যে গত কয়েকদিন যাবৎ প্রেমিক প্রভাত দাস বিয়ে করতে অস্মতি জানায়৷ পাত্রীপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে প্রভাত কর্মস্থলে এক যুবতীকে বিয়ে করে নিয়েছে৷ তারপরই অভিমানে প্রেমিকা দিপীকা দাস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে গুরুতর আহত অবস্থায় কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এই ব্যাপারে কমলপুর থানায় একটি মামলা হয়েছে৷
2017-02-09