মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : প্রকাশ পেল জুড়ুয়া ২ এর ফার্স্ট লুক| ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে বরুন ধাওয়ানের থাকবে দুটি লুক| নতুন পোস্টারে রয়েছে বরুনের দুটি লুকই| বরুন ধাওয়ান নিজেই টুইটারে এই ছবির ফার্স্ট লুক পোস্ট করে জানান যে এবছরই ২৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি| এই পোস্টে তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ ও তাপসি পান্নুকেও ট্যাগ করেন|
ছবিতে বরুন ধাওয়ানের ডবল রোল| ঠিক ১৯৯৭ সালে যেমন জুড়ুয়া ছবিতে সলমন খানকে দেখা গিয়েছিল ডবল রোলে| সেই ছবিতে ছিলেন করিশমা কাপুর ও রম্ভা| সলমন খানের জুড়ুয়া বক্স অফিসে সুপারহিট ছিল| বরুন ইতিমধ্যেই কমেডি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন| তাই এই ছবিতেও তাঁর কাছে দর্শকদের আশাও অনেক | তবে বরুনের দুটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি দর্শক বেশি পছন্দ করেন এখন সেটাই দেখার|
2017-02-08

