গুয়াহাটি, ০৭ ফেব্রুয়ারি, (হি.স.) : রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সৰ্বাধিক গুরুত্ব দিয়ে ২০১৭–১৮ অর্থবৰ্ষের ২৩৪৯.৭৯ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। আজ মঙ্গলবার সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কৃষকসমাজ-সহ যুব ও মহিলা উন্নয়ন এবং বিশেষভাবে সক্ষম বিশেষ তহবিল ধার্য করা হয়েছে। তাছাড়া এই প্ৰথম রাজ্য থেকে পরিকল্পনা বহিৰ্ভূত তহবিলের বিলুপ্তি সাধন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যেমন পরিকল্পনা কমিশনের বিলুপ্তি করে নীতি আয়োগ করেছে, তেমনি অসমেও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের বিলুপ্তি ঘটিয়ে নতুন নাম করা হচ্ছে অসম উন্নয়ন ও রূপান্তরণ বিভাগ (ডিপার্টমেন্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সফর্মেশন অব আসাম-ডিডিটিএ)। নতুন করে গঠন করা হবে চিন্তা আয়োগ। সে অনুসারে বিলুপ্ত করা হবে প্ল্যান (PLAN) ও নন-প্ল্যান (NON-PLAN) ব্যবস্থা। রাজ্য সরকারি কৰ্মচারীদের জন্য গড়া হবে সেবা ও সংবেদনশীলতা নীতি।
পূর্ব নির্ধারিত আজ সকাল ঠিক সাড়ে দশটায় অর্থমন্ত্রী শর্মা তাঁর ১৩৬ পৃষ্ঠার বাজেট ভাষণ শুরু করেছেন উপনিষদের সংস্কৃত শ্লোক ও অসমের বিশিষ্ট কবি নলিনীবালা দেবীর কবিতা উচ্চারণের মাধ্যমে। স্বামী বিবেকানন্দের ‘দরিদ্র সেবাই ঈশ্বরের সেবা’ দর্শনকে তিনি তাঁর বাজেট ভাষণে উদ্ধৃত করে বক্তব্য পেশ করেছেন। স্মরণ করেছেন মহাত্মা গান্ধীকে। তাছাড়া টেনে এনেছেন রবীন্দ্ৰনাথ ঠাকুরের প্ৰসঙ্গও। বাজেট প্ৰণয়নে দেশের মহাপুরুষদের কথা কেন তিনি স্মরণ করছেন তারও ব্যাখ্যা করেছেন হিমন্তবিশ্ব শৰ্মা। বলেন রাজ্যের বিকাশের প্ৰতি তাঁর সরকার দায়বদ্ধ।
চলতি অর্থবৰ্ষের বাজেটে মোট ২,৪৭,৪১২.৬৭ টাকা ধার্য করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে রাজস্ব খাতে ৭০,৭১৯.৬১ কোটি টাকা এবং মূলধন খাতে ১৪,০১২.৫৫ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে।বাজেটে একীকৃত তহবিলের মোট ৮৫,৯২২.৬৯ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। তাছাড়া আকস্মিক খাতে ১০০ কোটি, পাবলিক অ্যাকাউন্টে ১,৬১,৭৫৭.১৭ কোটি টাকা-সহ মোট খরচ ২,৪৭,৭৭৯.৮৬ কোটি টাকার প্রস্তাব রেখেছেন হিমন্তবিশ্ব। এভাবে চলতি বাজেটে লেনদেন খাতে ৩৬৭.১৯ কোটি টাকার ঘটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত অন্তর্বর্তী বাজেটের ১,৯৮২.৬০ কোটি টাকার ঘাটতি যোগ করে এবার মোট ২,৩৪৯.৭৯ কোটি টাকার ঘাটতি বাজেট ধরা হয়েছে।
2017-02-08
