মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সাড়া ফেলে দিল অনুষ্কা শর্মার নতুন ছবি ফিল্লোরির ট্রেলর | ছবিতে মিষ্টি ভূতের ভূমিকায় অনুষ্কা| ছবিতে তিনি ছাড়া রয়েছেন লাইফ অব পাই খ্যাত সূরজ শর্মা এবং উড়তা পঞ্জাব ছবি দিয়ে বলিউডে পা রাখা দিলজি দোসাঞ্জ|
ট্রেলারে দেখা যাচ্ছে, সূরজ শর্মা মাঙ্গলিক| দোষ কাটাতে একটি গাছের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়| এখনও এই প্রথা মেনে চলা হয়| ওই গাছেই ছিল থাকত ভূত| সূরজের পিছনে পড়ে গেল ভূত| তাকেই তো বিয়ে করেছে সূরজ| এরর সেই ভূতের ভূমিকাতেই রয়েছেন অনুষ্কা শর্মা| ট্রেলরে দেখা গিয়েছে অনুষ্কার অতীত | গায়কের ভূমিকায় অভিনয় করছেন দিলজিত্| তাঁর সঙ্গে অনুষ্কার সম্পর্ক ছিল| তবে সম্পর্ক পরিণতি পায়নি| কেন? কীভাবেই বা মুক্তি পেল অনুষ্কার ভূত? এসব জানতে দেখতে হবে ফিল্লোরি| ছবি মুক্তি ২৪ মার্চ| ছবিটির পরিচালক অনশাই লাল|
2017-02-07