নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সিম তোলার জমানা শেষ হচ্ছে শীঘ্রই| এখন থেকে মোবাইল নম্বরের সঙ্গে যোগ হচ্ছে আধার নম্বর| সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে ওই কাজ শেষ করতে হবে এক বছরের মধ্যেই|
সম্প্রতি ভুয়ো সিম কার্ডের রমরমা বন্ধ করার আবেদন নিয়ে একটি জনস্বার্থ মামলা হয় সুপ্রিম কোর্টে| ওই মামলায় সওয়াল করা হয় সিম কার্ডের মালিককে চিহ্নিত করার জন্য কোনও ফলপ্রসু আইন নেই দেশে| ফলে দেশে ভুয়ো সিম কার্ডের রমরমা শুরু হয়েছে| ওই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রিপেইড ও পোস্টপেইড সিম কার্ডের সঙ্গে আধার নম্বর জুড়ে দিতে হবে|
লোকনীতি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের করা ওই জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর বলেন, মোবাইল নম্বর নেওয়ার ক্ষেত্রে যাতে কোনও জালিয়াতি না হয় তার জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত|
2017-02-07