দেহরাদুন, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : সপরিবারে শৈলশহর মুসৌরিতে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার সকালে দেহরাদুন থেকে মুসৌরি পৌঁছন ধোনি।সোমবার মেয়ে জিভা দু বছর পূর্ণ করছে। তার জন্মদিন পালন করার জন্য উত্তরাখণ্ড সফর। আজ সকালে মুসৌরিতে ধোনি আসছেন এই খবর পৌঁছতেই বহু মানুষ তাঁকে একঝলক দেখার জন্য জড়ো হন। গাড়ি থেকেই হাত নেড়ে ভক্তদের খুশি করেন ধোনি।
প্রসঙ্গত, জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের হয়ে খেলার সুযোগ নেই ধোনির। সেই কারণে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।আর ছুটি কাটানোর জন্য দেহরাদুন ও মুসৌরি থেকে ধোনির কাছে প্রিয় জায়গা হতেই পারে না । কারন তাঁর বিয়েও হয় দেহরাদুনে। বিয়ের পরও স্ত্রী সাক্ষীর সঙ্গে বহুবার এখানে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্বাভাবিক কারণেই মেয়ের জন্মদিনও পাহাড়েই সেলিব্রেট করবেন তাঁরা।
2017-02-05