চারদিন অতিক্রান্ত, নাবালিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ, মাঠে নারী সমিতি

crimeeeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ফেব্রুয়ারী৷৷ টাকারজলায় নাবালিকা পরিচারিকার খুনের রহস্য উন্মোচন করা এবং দোষীদের চিহ্ণিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবীতে এবার মাঠে নামল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ ঘেরাও করা হয় থানা৷ সংগঠিত করা হয়েছে মিছিল৷
বৃহস্পতিবার সিপিএম সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে প্রেস বিবৃতি জারী করার পরপরই সরব হল নারী সমিতি৷ যদিও অভিযোগ ছিল যে বাড়িতে পরিচারিকার কাজ করত ঐ নাবালিকা সেই বাড়ির মালিক সিপিএমের সক্রিয় সদস্য৷ শুধু তাই নায় বাড়ির মালিকের স্ত্রী নারী সমিতির সক্রিয় সদস্যা৷ তাই প্রথমে এই বিষয়ে রাজনৈতিক প্রভাব ছিল পুলিশের উপর৷ কিন্তু, বৃহস্পতিবার সিপিএম সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়ার পর ময়দানে নেমেছে নারী সমিতি৷
নারী সমিতির জম্পুইজলা মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার টাকারজলা থানা ঘেরাও করা হয়৷ গ্রেপ্তারের দাবী জানানো হয় হত্যাকান্ডের সাথে যুক্তদের৷ এদিনের ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন সংগঠনের জম্পুইজলা কমিটির সভানেত্রী অন্নলক্ষ্মী দেববর্মা এবং সম্পাদিকা অঞ্জনা কলই৷ থানা ঘেরাওকালে ওসি দুলাল দত্ত জানান ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তাছাড়া পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ যদি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে অবশ্যই দোষীদের গ্রেপ্তার করা হবে৷
প্রসঙ্গত, আমবাসার এক নাবালিকাকে টাকারজলা এলাকার শাসক দলের প্রভাবশালী নারী নেত্রী সুমিত্রা দেববর্মা পরিচারিকা হিসেবে রেখেছিলেন৷ ঐ নাবালিকাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা হত৷ মঙ্গলবার সকালে খবর রটে যে ঐ নাবালিকা নাকি নারী নেত্রীর বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ এই খবর পেয়ে টাকারজলা থানার ওসি দুলাল দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বাড়িতে যান৷ সেখানে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নাবালিকার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *